ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

টিস্যু চাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে সরাইল-লাখাই আঞ্চলিক সড়কের পাঠানপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে দুই ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানপাড়া মোড়ে অবস্থিত ‘এরাবিয়ান ফুচকা হাউস’ নামে একটি রেস্টুরেন্টে কুট্টাপাড়া গ্রামের যুবক রাব্বি খাওয়া শেষে টিস্যু চান। স্টাফ টিস্যু শেষ হয়ে গেছে জানালে তর্ক শুরু হয়। একপর্যায়ে রেস্টুরেন্ট মালিক মুজিবুর রহমানের সঙ্গে হাতাহাতি হয়। ঘটনা মুহূর্তেই উত্তেজনায় রূপ নেয় এবং বিষয়টি দুই গ্রামের মধ্যে সংঘর্ষে পরিণত হয়।

দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ালে কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, রেস্টুরেন্টে সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি, তবে তদন্ত চলমান রয়েছে।

টিস্যু চাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

প্রকাশিত : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে সরাইল-লাখাই আঞ্চলিক সড়কের পাঠানপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে দুই ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানপাড়া মোড়ে অবস্থিত ‘এরাবিয়ান ফুচকা হাউস’ নামে একটি রেস্টুরেন্টে কুট্টাপাড়া গ্রামের যুবক রাব্বি খাওয়া শেষে টিস্যু চান। স্টাফ টিস্যু শেষ হয়ে গেছে জানালে তর্ক শুরু হয়। একপর্যায়ে রেস্টুরেন্ট মালিক মুজিবুর রহমানের সঙ্গে হাতাহাতি হয়। ঘটনা মুহূর্তেই উত্তেজনায় রূপ নেয় এবং বিষয়টি দুই গ্রামের মধ্যে সংঘর্ষে পরিণত হয়।

দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ালে কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, রেস্টুরেন্টে সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি, তবে তদন্ত চলমান রয়েছে।