ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব-১৪৩২। আয়োজনে দেশীয় নানা প্রজাতির রসালো ও পুষ্টিকর ফল পরিবেশন করা হয়।
সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহির এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহাদী হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ এবং ডুজার সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডুজার এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সবসময়ই এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকে, যার ফলে আমরা সবাই একত্রিত হতে পারি। দেশীয় ফল নিয়ে এমন একটি আনন্দঘন উৎসব আয়োজন করায় আমি ডুজার সব সদস্যকে ধন্যবাদ জানাই।”
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, “দেশীয় ফলের উৎসব আয়োজন একটি চমৎকার উদ্যোগ। এতে আমরা দেশীয় ফলের উপকারিতা সম্পর্কে জানার সুযোগ পাই, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”