নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, বাংলাদেশে সাধারণ থেকে শিক্ষিত উচ্চশিক্ষিত সবার ভোটের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে। কেন অনীহা সৃষ্টি হয়েছে ব্যাখ্যা দেওয়া আমার প্রয়োজন নেই, দরকার নেই।
মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ফল উৎসবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
ইসি মাছউদ বলেন, আমরা যার যার অবস্থান থেকে সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন করার জন্য যার যার তরফ থেকে যে ভূমিকা, সেটা আমরা সঠিকভাবে পালন করবো।
নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, নির্বাচন শেষেও একটা ফল উৎসব আছে। এইটা যাতে খুব সুন্দর হয়, আমি সেটাই আশা করবো। আমাদের দায়-দায়িত্বটা যদি পালন করি তাহলে একটা নির্বাচন খুব সুন্দর হবে এবং জাতি একটা সুন্দর নির্বাচন উপহার পাবে। আমরা সেজন্যই এখানে (ইসিতে) আছি।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো, সানাউল্লাহ বলেন, আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য উৎসব নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা। সেখানে আমরা যত বেশি মিডিয়ার সম্পৃক্ততা পাবো ততই আমাদের জন্য ভালো হবে।