কুয়াকাটায় নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র ও ডরমেটরি নির্মাণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য পটুয়াখালীর জেলা প্রশাসককে (ডিসি) জমি দিতে বলেছে নির্বাচন কমিশন।
বুধবার (৯ জুলাই) ইসির সেবা শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব এটিএম শামীম মাহমুদ এ সংক্রান্ত একটি চিঠি পুটয়াখালীর ডিসিকে পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র কাম-ডরমেটরি’ নির্মাণকল্পে ভূমি অধিগ্রহণের সম্ভাব্য ব্যয়/প্রাক্কলন অনুযায়ী কার্যক্রম সম্পাদন করা প্রয়োজন। ওই কার্যক্রম সম্পাদনের জন্য ২০২৫-২০২৬ অর্থ বছরে অর্থ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়া গেছে।
এই অবস্থায় ‘আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র কাম-ডরমেটরি’ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের সম্ভাব্য ব্যয়/প্রাক্কলন অনুযায়ী ভূমি অধিগ্রহণের কার্যক্রম সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে ইসি।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ঢাকার বাইরে এর কোনো শাখা নেই। এতে সব প্রশিক্ষণার্থীকে রাজধানীতে আসতে হয়। তাই অঞ্চলভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

ডেস্ক রিপোর্ট 























