ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

কুমিল্লায় নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সমাবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

নারীর নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার লক্ষে গত শুক্রবার বিকেলে কুমিল্লায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ নারী নিরাপত্তা সমাবেশ। শি সেইফ ফাউন্ডেশনের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মো. ফারান ফারদিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী সুজার।

সমাবেশে বক্তারা বলেন, আজকের এই সমাবেশের মূল লক্ষ্য হলো, সমাজে নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা এবং নারীদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তোলা। তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে নারীর প্রতি সহিংসতা রোধ এবং অধিকার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। সমাবেশে “Empower, Protect and Uplift” এই মূলমন্ত্র সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সচেতন নাগরিক এবং সংবাদকর্মীগণ অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সমাবেশ

প্রকাশিত : ১১:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

নারীর নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার লক্ষে গত শুক্রবার বিকেলে কুমিল্লায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ নারী নিরাপত্তা সমাবেশ। শি সেইফ ফাউন্ডেশনের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মো. ফারান ফারদিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী সুজার।

সমাবেশে বক্তারা বলেন, আজকের এই সমাবেশের মূল লক্ষ্য হলো, সমাজে নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা এবং নারীদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তোলা। তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে নারীর প্রতি সহিংসতা রোধ এবং অধিকার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। সমাবেশে “Empower, Protect and Uplift” এই মূলমন্ত্র সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সচেতন নাগরিক এবং সংবাদকর্মীগণ অংশগ্রহণ করেন।