লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সাউথইস্ট রিজিওনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) পূর্ব লন্ডনের একটি হলে দিনব্যাপী এ আয়োজন হয়। দুই পর্বের অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের শতাধিক নেতা-কর্মী, রাজনীতিক, আইনজীবী, সাংবাদিক ও সমাজকর্মীরা।
প্রথম পর্বে বিদায়ী চেয়ারপারসন এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী এবং কোশাধ্যক্ষ সুফী সোহেল আহমদ। আলোচনার পর সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনা করেন কমিশনার কাউন্সিলর ইকবাল হোসেন। সহযোগিতায় ছিলেন কাউন্সিলর ফয়জুর রহমান। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ঘোষিত ৩৫ সদস্যের কমিটির মধ্যে নতুন চেয়ারপারসন হয়েছেন খলিল আহমদ কবির, সাধারণ সম্পাদক সুফী সোহেল আহমেদ এবং ট্রেজারার পদে মো. আবুল মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, পোর্টস মাউথ সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র আব্দুল কাদির, সাবেক ডেপুটি মেয়র মতিন উজ্জামান, ওয়েস্টহাম সিএলপি নিউহাম’র চেয়ারম্যান জেইন মিয়া, কাউন্সিলর দিনা হোসেন, জিএসসির সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, খিদমাহ অ্যাকাডেমির চেয়ারপারসন শাহ মুনিম, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান প্রমুখ।
তারা নব-নির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে প্রবাসীদের ন্যায়সংগত দাবি-দাওয়া আদায়ে এবং আর্তমানবতার সেবামূলক কাজে জিএসসির পাশে দাঁড়ানো ও সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সভা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দিয়ে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবিও জানানো হয়।