ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় একই গাড়িতে থাকা বাবা-মায়ের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের আল ধানাহ শহরে সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় প্রবাসী মারা গেছেন। নিজেদের তিন শিশু সন্তানকে নিয়ে আবুধাবি থেকে ধানাহতে আসছিলেন তারা। এরপর গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিশুগুলোর বাবা-মা মারা গেছেন। তবে তাদের তিন সন্তানের সবাই বেঁচে গেছে। যদিও একজনের অবস্থা আশঙ্কাজনক।

ওই শিশুদের উদ্ধার ও হাসপাতালে ভর্তি করার পর তাদের দেখাশুনা করছেন কিছু সমাজকর্মী। তারা জানিয়েছেন, একটি শিশুর বয়স মাত্র চার মাস। আর সবচেয়ে বড় সন্তানের বয়স সাত বছর। তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

প্রবাসে থাকায় শিশুগুলো সাথে নেই কোনো নিকটাত্মীয়। এক সমাজকর্মী বলেছেন, “কী কারণে দুর্ঘটনা ঘটল এখনো জানা যায়নি। আমাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা যোগাযোগ করেছেন। যেন তাদের মরদেহ ভারতে পাঠানো হয়। মানবিক দিক বিবেচনা করে আবুধাবিস্থ ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সময়ে তাদের মরদেহ ভারতে পাঠানোর চেষ্টা করছি আমরা।”

গতকাল শুক্রবার তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানা গেছে এই প্রবাসীরা ভারতের কর্ণাটকের বাসিন্দা ছিলেন। নিহত বাবার নাম সৈয়দ ওয়াহিদ। আর মায়ের নাম সানা বেগম। তাদের দুজনের বয়সই খুব কম ছিল।

সৈয়দ ওয়াহিদ ২০১৮ সালে আমিরাতে যান। তবে স্ত্রীকে কবে নিয়ে গিয়েছিলেন সেটি জানা যায়নি। তিনি সেখানে সাইবার নিরাপত্তা খাতে কাজ করতেন।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিমান ভূপাতিতের দাবি প্রমাণে ভারতকে চ্যালেঞ্জ দিলো পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় একই গাড়িতে থাকা বাবা-মায়ের মৃত্যু

প্রকাশিত : ১২:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের আল ধানাহ শহরে সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় প্রবাসী মারা গেছেন। নিজেদের তিন শিশু সন্তানকে নিয়ে আবুধাবি থেকে ধানাহতে আসছিলেন তারা। এরপর গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিশুগুলোর বাবা-মা মারা গেছেন। তবে তাদের তিন সন্তানের সবাই বেঁচে গেছে। যদিও একজনের অবস্থা আশঙ্কাজনক।

ওই শিশুদের উদ্ধার ও হাসপাতালে ভর্তি করার পর তাদের দেখাশুনা করছেন কিছু সমাজকর্মী। তারা জানিয়েছেন, একটি শিশুর বয়স মাত্র চার মাস। আর সবচেয়ে বড় সন্তানের বয়স সাত বছর। তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

প্রবাসে থাকায় শিশুগুলো সাথে নেই কোনো নিকটাত্মীয়। এক সমাজকর্মী বলেছেন, “কী কারণে দুর্ঘটনা ঘটল এখনো জানা যায়নি। আমাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা যোগাযোগ করেছেন। যেন তাদের মরদেহ ভারতে পাঠানো হয়। মানবিক দিক বিবেচনা করে আবুধাবিস্থ ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সময়ে তাদের মরদেহ ভারতে পাঠানোর চেষ্টা করছি আমরা।”

গতকাল শুক্রবার তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানা গেছে এই প্রবাসীরা ভারতের কর্ণাটকের বাসিন্দা ছিলেন। নিহত বাবার নাম সৈয়দ ওয়াহিদ। আর মায়ের নাম সানা বেগম। তাদের দুজনের বয়সই খুব কম ছিল।

সৈয়দ ওয়াহিদ ২০১৮ সালে আমিরাতে যান। তবে স্ত্রীকে কবে নিয়ে গিয়েছিলেন সেটি জানা যায়নি। তিনি সেখানে সাইবার নিরাপত্তা খাতে কাজ করতেন।