বরিশাল প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম।
শুক্রবার দিবাগত রাতে নলছিটি উপজেলার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে অবস্থিত বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে। এসময় তাদের পরিবারের কোন সদস্য বাড়িতে ছিলেন না।
প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, আমি ভোররাতে নামাজের জন্য বের হলে শরীফ ওসমান হাদির বাড়ির পিছনে দুজনকে দেখতে পেয়ে তাদের সন্দেহ হলে দাড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।

আজ সকালে বাসা দেখাশোনার দায়িত্বে থাকা আরেক প্রতিবেশী জান্নাতি আক্তার বলেন, সকালে বাসার সামনে একটি গামছায় মোড়ানো টাকা পরিত্যক্ত অবস্থায় পেয়ে তার বড়বোন ফাতেমা বেগমকে জানাই । খবর পেয়ে তার বড় বোন এসে বাসায় ঢুকে দেখতে পান ঘড়ের আলমারি ভাঙা। আলমারিতে থাকা নগদ টাকা চোর নিয়েছে বলে তারা জানিয়েছেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম বলেন, চুরির খবর পেয়ে আমরা এসেছি। এখনো প্রাথমিক তদন্ত চলমান আছে। আমরা তার পরিবারের লোকজনের সাথে কথা বলছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ডেস্ক রিপোর্ট 



























