ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ইতালীয় নাগরিকের মামলায় ২ জন কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

ঢাকায় ভাড়ার মোটরসাইকেলে উঠে ছিনতাইয়ের শিকার ইতালীয় নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূরের মামলায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

তুরাগ থানা পুলিশের আবেদনে সোমবার শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান এই আদেশ দেন।

ওই দুজন হলেন খোরশেদ আলম ও শাহিন মিয়া।

ইতালীয় নাগরিক তানিয়া মোহাম্মদ রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে উত্তরা পশ্চিম থানার ১৯ নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি ভাড়ার মোটরসাইকেলে রওনা দেন। তবে মোটরসাইকেল চালক তাকে গন্তব্যে না নিয়ে তার সব জিনিসপত্র ছিনতাই করেন।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান বলেন, মোটরসাইকেল চালক ইতালিয়ান নাগরিককে হোস্টেলে না নিয়ে গিয়ে ১৫ নম্বর সেক্টরের এক নম্বর মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের পরামর্শে সেই বিদেশি নাগরিক তুরাগ থানায় গিয়ে মামলা করেন।

“বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে বাইকচালক খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তুরাগের পাকুরিয়া এলাকা থেকে শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রওনক জাহান বলেন, “তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। মোটরসাইকেল চালকের বেশে যাত্রীদের নির্জন জায়গায় নিয়ে ছিনতাই করে আসছিল।”

ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল দ্রুত ফিরে পেয়ে ইতালীয় তানিয়া মোহাম্মদ সংবাদ সম্মেলনে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বিমানবন্দরের ‘ওয়াইফাই সংযোগ করাতে না পেরে’ অ্যাপের মাধ্যমে কোনো যানবাহন ভাড়া করতে পারেননি। ফলে তিনি বিমানবন্দরের বাইরে দাঁড়ানো অচেনা এক ব্যক্তির বাইকে উঠে পড়েন, আর কিছুদূর যাওয়ার পর তিনি ছিনতাইয়ের শিকার হন।

ইতালীয় নাগরিকের মামলায় ২ জন কারাগারে

প্রকাশিত : ০৬:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকায় ভাড়ার মোটরসাইকেলে উঠে ছিনতাইয়ের শিকার ইতালীয় নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূরের মামলায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

তুরাগ থানা পুলিশের আবেদনে সোমবার শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান এই আদেশ দেন।

ওই দুজন হলেন খোরশেদ আলম ও শাহিন মিয়া।

ইতালীয় নাগরিক তানিয়া মোহাম্মদ রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে উত্তরা পশ্চিম থানার ১৯ নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি ভাড়ার মোটরসাইকেলে রওনা দেন। তবে মোটরসাইকেল চালক তাকে গন্তব্যে না নিয়ে তার সব জিনিসপত্র ছিনতাই করেন।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান বলেন, মোটরসাইকেল চালক ইতালিয়ান নাগরিককে হোস্টেলে না নিয়ে গিয়ে ১৫ নম্বর সেক্টরের এক নম্বর মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের পরামর্শে সেই বিদেশি নাগরিক তুরাগ থানায় গিয়ে মামলা করেন।

“বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে বাইকচালক খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তুরাগের পাকুরিয়া এলাকা থেকে শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রওনক জাহান বলেন, “তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। মোটরসাইকেল চালকের বেশে যাত্রীদের নির্জন জায়গায় নিয়ে ছিনতাই করে আসছিল।”

ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল দ্রুত ফিরে পেয়ে ইতালীয় তানিয়া মোহাম্মদ সংবাদ সম্মেলনে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বিমানবন্দরের ‘ওয়াইফাই সংযোগ করাতে না পেরে’ অ্যাপের মাধ্যমে কোনো যানবাহন ভাড়া করতে পারেননি। ফলে তিনি বিমানবন্দরের বাইরে দাঁড়ানো অচেনা এক ব্যক্তির বাইকে উঠে পড়েন, আর কিছুদূর যাওয়ার পর তিনি ছিনতাইয়ের শিকার হন।