ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে ডুবন্ত নৌকা থেকে দুই যাত্রীকে বাঁচিয়ে, প্রাণোৎসর্গকারি ‘হাওর বীর সাবিকুল’ স্মরণে অষ্টগ্রাম-মিঠামইন সড়কে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সাবিকুলের দ্বিতীয় প্রয়াণ দিবসে ১৪কিলোমিটার ম্যারাথন ও সাবিকুলের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন, এক মিনিট নিরবতা পালন তার আত্মার শান্তি কামনাশ দোয়া করা হয়।

শহীদ সাবিকুল ইসলাম অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামে আবদুর রহিমের ছেলে সাবিকুল ইসলাম। তিনি, এক ছেলে সন্তানের জনক।

শহীদ সাবিকুল শুভানুধ্যায়ী আয়োজিত ১৪ কিলোমিটার ম্যারাথনে ৩০জন নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম হন হিমেল, দ্বিতীয় ইমন ও তৃতীয় হন রাব্বিল।

বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণ কারীদের মেডেল পড়িয়ে দেন কবি ও সাংবাদিক রেজাউল করিম সেলিম।

সুত্র জানায়, ২০২৩ সালে ১০জুলাই তিন বন্ধু মিলে ‘ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক’ দেখতে বের হন। হঠাৎ সড়ক সংলগ্ন হাওরে শিশুসহ ৭জন নিয়ে ডিঙি নৌকা ডুবে যায়। এসময়, যাত্রীদের বাঁচাতে সড়কে বাইক রেখে পানিতে ঝাঁপিয়ে পড়েন সাবিকুল। দুই যাত্রীকে বাঁচিয়ে নিজেই পানিতে তলিয়ে মারা যান সাবিকুল।

এসময়, উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক রেজাউল করিম সেলিম, পুলিশ পরিদর্শক তুষার সরকার, সাংবাদিক মো. ফরিদ রায়হান, সমাজকর্মী আরাফাত রহমান ও তোফাজ্জল হোসেন তপু প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে ডুবন্ত নৌকা থেকে দুই যাত্রীকে বাঁচিয়ে, প্রাণোৎসর্গকারি ‘হাওর বীর সাবিকুল’ স্মরণে অষ্টগ্রাম-মিঠামইন সড়কে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সাবিকুলের দ্বিতীয় প্রয়াণ দিবসে ১৪কিলোমিটার ম্যারাথন ও সাবিকুলের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন, এক মিনিট নিরবতা পালন তার আত্মার শান্তি কামনাশ দোয়া করা হয়।

শহীদ সাবিকুল ইসলাম অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামে আবদুর রহিমের ছেলে সাবিকুল ইসলাম। তিনি, এক ছেলে সন্তানের জনক।

শহীদ সাবিকুল শুভানুধ্যায়ী আয়োজিত ১৪ কিলোমিটার ম্যারাথনে ৩০জন নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম হন হিমেল, দ্বিতীয় ইমন ও তৃতীয় হন রাব্বিল।

বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণ কারীদের মেডেল পড়িয়ে দেন কবি ও সাংবাদিক রেজাউল করিম সেলিম।

সুত্র জানায়, ২০২৩ সালে ১০জুলাই তিন বন্ধু মিলে ‘ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক’ দেখতে বের হন। হঠাৎ সড়ক সংলগ্ন হাওরে শিশুসহ ৭জন নিয়ে ডিঙি নৌকা ডুবে যায়। এসময়, যাত্রীদের বাঁচাতে সড়কে বাইক রেখে পানিতে ঝাঁপিয়ে পড়েন সাবিকুল। দুই যাত্রীকে বাঁচিয়ে নিজেই পানিতে তলিয়ে মারা যান সাবিকুল।

এসময়, উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক রেজাউল করিম সেলিম, পুলিশ পরিদর্শক তুষার সরকার, সাংবাদিক মো. ফরিদ রায়হান, সমাজকর্মী আরাফাত রহমান ও তোফাজ্জল হোসেন তপু প্রমুখ।