ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

ঈদে চরকিতে আসছে চার সিনেমা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

ঈদে চরকিতে আসছে শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চরকি। চার সিনেমা নিয়ে চরকির এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন। কোন ছবি কবে আসবে, তা শিগগিরই জানানো হবে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদের সময় দর্শকেরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার-স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়। দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।’

তিনি আরও বলেন, ‘রোজার ঈদে যে সিনেমাগুলো নিয়ে দর্শকদের সবচেয়ে উন্মাদনা ছিল, তার সবই এবার চরকিতে। দেশের অনেক জায়গাতেই প্রেক্ষাগৃহ নেই বা সব সিনেমা প্রদর্শিত হয়নি। অনেক দর্শক সব সিনেমা দেখার সুযোগ পায়নি। তারাও এখন খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবে।’

চরকির সিনিয়র ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজি লিড শেখ কোরাশানী জানান, ক্রাফটিংয়ের গুরু, রোমান্সের গুরু, থ্রিলের গুরু, ড্রামার গুরু, অ্যাকশনের গুরু, অ্যাক্টিংয়ের গুরু, অর্থাৎ সব নাটের গুরু একসঙ্গে আছেন। তাই চরকির এই ক্যাম্পেইনের নাম বিরাট গুরুর হাট।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

ঈদে চরকিতে আসছে চার সিনেমা

প্রকাশিত : ১০:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

ঈদে চরকিতে আসছে শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চরকি। চার সিনেমা নিয়ে চরকির এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন। কোন ছবি কবে আসবে, তা শিগগিরই জানানো হবে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদের সময় দর্শকেরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার-স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়। দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।’

তিনি আরও বলেন, ‘রোজার ঈদে যে সিনেমাগুলো নিয়ে দর্শকদের সবচেয়ে উন্মাদনা ছিল, তার সবই এবার চরকিতে। দেশের অনেক জায়গাতেই প্রেক্ষাগৃহ নেই বা সব সিনেমা প্রদর্শিত হয়নি। অনেক দর্শক সব সিনেমা দেখার সুযোগ পায়নি। তারাও এখন খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবে।’

চরকির সিনিয়র ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজি লিড শেখ কোরাশানী জানান, ক্রাফটিংয়ের গুরু, রোমান্সের গুরু, থ্রিলের গুরু, ড্রামার গুরু, অ্যাকশনের গুরু, অ্যাক্টিংয়ের গুরু, অর্থাৎ সব নাটের গুরু একসঙ্গে আছেন। তাই চরকির এই ক্যাম্পেইনের নাম বিরাট গুরুর হাট।